বিওয়াইএফজির ‘ওয়ার্ক-লাইফ এনভায়রনমেন্ট’ সেমিনার

54

বৌদ্ধ যুবসমাজের আর্থ সামাজিক প্রেক্ষাপটে ক্যারিয়ার সচেতনতা মূলক কাজ করে যাচ্ছে বুড্ডিস্ট ইয়ুথ ফ্রেন্ডশীপ গ্রুপ (বিওয়াইএফজি)। এরই অংশ হিসেবে বিওয়াইএফজি-এর উদ্যোগে চাকরিপ্রার্থী এবং নতুন চাকরিজীবীদের জন্য ‘ওয়ার্ক-লাইফ এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গত ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে নগরের নন্দনকাননস্থ ফুলকি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সদ্য কর্মজীবনে পদার্পণকারী এবং চাকুরীর জন্য নিজেকে প্রস্তুত করছেন এরকম বৌদ্ধ তরুণ-তরুণীরা কর্মক্ষেত্রে নিজের দক্ষতা উন্নয়নে ও বিভিন্ন দিকনির্দেশনা পেতে অংশগ্রহণ করেছেন। এতে আলোচক ছিলেন সিমেন্স বাংলাদেশ এর ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মিহির বড়ুয়া, স্নেহাশিস মাহমুদ এন্ড কোং এর পার্টনার স্নেহাশিস বড়ুয়া এফসিএ, লুসেন টেকনোলজি বাংলাদেশ এর প্রধান নির্বাহী বিশ্বজিৎ বড়ুয়া, ইম্পেরিয়াল হসপিটাল এর একাউন্টস ম্যানেজার কর্পোরেট এফেয়ার্স রুবেন চৌধুরী এবং জিপিএইচ ইস্পাত এর সহকারী মহাব্যবস্থাপক ও হেড অব মেকানিক্যাল প্রজেক্ট রিমন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিওয়াইএফজি’র সাংগঠনিক সম্পাদক সজীব চৌধুরী গুঞ্জন, সেমিনারের আহব্বায়ক সৌরভ বড়ুয়া সুলয়। সঞ্চালনা করেন প্রকৌশলী ঈশিতা বড়ুয়া। সেমিনারে শতাধিক অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। এতে আলোচকরা তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিজ্ঞপ্তি