বিএসএমএমইউতে ‘বোমা’ উপর মহলের নীলনকশা : বিএনপি

33

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রশাসনিক ভবনে পেট্রোল বোমা পাওয়ার নেপথ্যে ‘উপরের মহলের নীলনকশা’ দেখছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএসএমএমইউতে যেখানে নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে, সেখানে পেট্রোল বোমা গেল কেমন করে? এখানে যদি উপরের মহলের পৃষ্ঠপোষকতা না থাকে বা কোনো ধরনের একটা নীলনকশা না থাকে, তাহলে এটা হওয়ার কথা নয়। এটা জনগণই আশঙ্কা করছে।’-খবর বিডিনিউজের
ঈদের পরদিন বৃহস্পতিবার বঙ্গবন্ধু মেডিকেলের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে শাহবাগ পুলিশ একটা পেট্রোল বোমা উদ্ধার করে।
দুর্নীতি মামলায় দন্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই হাসপাতালের কেবিন বøকে চিকিৎসাধীন থাকায় তার নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।
রিজভী বলেন, ‘যখন খবরটি এসছে এরপর থেকে অনেকেই আমাদের বলেছে, ঘটনাটা কী? সবাই চমকে উঠেছে, হতবাক হয়েছেন। কারণ সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন।’
খালেদা জিয়ার সুচিকিৎসার পাশাপাশি তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আামি আগেই বলেছি যে এটা একটা বড় মাস্টার প্ল্যান। সরকার কী উদ্দেশ্য নিয়ে কী করছেন- এটা বলা মুশকিল। আমাদের দেশনেত্রী সুস্থ নন, সুস্থ হওয়ার জন্য হাসপাতালে তার সুচিকিৎসা নিশ্চিত করা দরকার।’
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক দলের নেতা মোস্তাফিমুল করীম মজুমদার, ছাত্রদল নেতা আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।
বিএনপি-জামায়াত জোট বিদেশে ‘বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানা অপপ্রচার চালাচ্ছে’ বলে যে অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন, তার জবাব দিতে গিয়ে পাল্টা অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, ‘যে দেশে মধ্যরাতে নির্বাচন হয়, এক তরফা নির্বাচনে ১৫৩টি আসনে ক্ষমতাসীনরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়, তাতে কি সে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়? এ ধরনের অপকর্মকে কীভাবে আপনি দেশ-বিদেশের মানুষের চোখ থেকে আড়াল করতে পারবেন?’
রিজভীর অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘কর্তৃত্ববাদী’ শাসনের মধ্য দিয়ে সারা দেশে ‘ভয়ের রাজত্ব’ কায়েম করছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, ‘আপনার সরকারের কারণেই সারা বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হতে শুরু করেছে। সরকারের ব্যর্থতার কারণেই ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। আপনি একবার আয়নার দিকে তাকিয়ে কথা বলেন। কী দুর্বিসহ দুঃশাসনের মধ্যে আপনি গোটা দেশ ও জাতিকে বন্দি করে রেখেছেন।’
ঈদের রাতে পুরান ঢাকার ‘জাহাজ বাড়ি’ ভেঙে ফেলার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের লোকজন ওই ভবন ভেঙে ফেলেছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এই ঘটনায় আবারও প্রমাণিত হল- আওয়ামী লীগ মূলত এখন ‘দখল লীগ’এ পরিণত হয়েছে।’
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, এবার ঈদে ঘরমুখো মানুষের ‘ভোগান্তির শেষ ছিল না’। ঈদের আগে যানজটের পাশাপাশি অনেক দুর্ঘটনাও ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সামনে বরাবরই মিথ্যা অঙ্গীকার করেছে। সড়কমন্ত্রীর স্বস্তিদায়ক ঈদযাত্রার ঘোষণা যে সম্পূর্ণ বাকোয়াজ ছিল সেটারই প্রমাণ মিলেছে।’