বিএসএফের গুলিতে ‘ভারতীয় নাগরিক’ নিহত

13

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন যাকে ভারতীয় নাগরিক বলে দাবি করছে বিজিবি। উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দাঁতভাঙ্গা সীমান্তে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭ টায় এ ঘটনায় নিহত ব্যক্তির বাড়ি ভারতের আসাম রাজ্যে বলে বিজিবি ৩৫ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল এসএম আজাদ জানান।
নিহত সবুর মিয়া (৩১) আসামের সিংগিমারী জেলার সুখচর থানার শান্তিপুর গ্রামের মুনসুর ভূইয়ার ছেলে। সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মন্ডল বলেন, সকালে তার ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার হলহলিয়া খাল পাড় হয়ে ওই ব্যক্তি ভারতে যাচ্ছিল। এ সময় জিরো লাইনে কাঁটাতারের কাছে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান’। পরে সকাল সাড়ে ১০ টার দিকে তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায় বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে বলে বিজিবি কর্মকর্তা আজাদ জানান। খবর বিডিনিউজের