বিএফআরআইয়ে ডিজিটাল হাজিরা কার্যক্রম শুরু

10

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এ ডিজিটাল হাজিরার উদ্বোধন করা হয় গত ১ অক্টোবর। ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন বিএফআরআই এর পরিচালক ড. মো. মাসুদুর রহমান। প্রশাসন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত¡াবধানে প্রশাসনিক ভবন এবং বন ব্যবস্থাপনা ভবনে ডিজিটাল হাজিরার দুটি ইলেক্ট্রনিক ডিভাইস স্থাপন করা হয়। উদ্বোধনকালে বিএফআরআই এর সকল বিভাগীয় কর্মকর্তা, বিজ্ঞানি এবং গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে পরিচালক ডিজিটাল হাজিরার প্রয়োজনীয়তা এবং এর ব্যবহার সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘এখন বিশ্বব্যাপী ডিজিটাল বিপ্লব চলছে। বাংলাদেশও পিছিয়ে নেই। এর সঙ্গে যে খাপ খাওয়াতে পারবে না সে পশ্চাতে থেকে যাবে। ডিজিটাল হাজিরার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময়ে কর্মক্ষেত্রে উপস্থিতি নিশ্চিত হবে।এতে কর্মঘন্টা যেমন বৃদ্ধি পাবে তেমনি সেবার পরিধিও বৃদ্ধি পাবে।’ নির্ধারিত সময়ে অফিস করার জন্য তিনি সকল কর্মকর্তা-কর্মচারীর দৃষ্টি আকর্ষণ করেন। বিজ্ঞপ্তি