বিএনপি ও বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ-মিছিল

29

দক্ষিণ জেলা বিএনপি : বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোস্ত বিল্ডিং কার্যালয়ে গতকাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করে সরকার ২০১৮ সালের ৩০ ডিসেম্বর গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে মধ্যরাতে অনুষ্ঠিত দেশ-বিদেশের এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের কুফল দেশের জনগণ ভোগ করছে। জনগণ এ দুঃশাসন থেকে মুক্তি চায়।
জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আলী আব্বাসের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান। বক্তব্য দেন জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, এড. ইফতেখার হোসেন চৌধুরী, এম এ রহিম, বদরুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, নাজমুল মোস্তফা আমিন, এড. মো. কাশেম চৌধুরী, এড. নুরুল ইসলাম, নবাব মিয়া, জসিম আব্দুল্লাহ, সাজ্জাদুর রহমান, আশফাক আহমদ, জসিম উদ্দিন, সলিম উদ্দিন চৌধুরী খোকন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, এড. আবু তাহের, চেয়ারম্যান মহিউদ্দিন, এড. সাদ্দাম হোসেন, জেলা যুবদল সভাপতি মো. শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, হারুন চৌধুরী, নুরুল হুদা নাসের জাহাঙ্গীর, নুরুল আবসার, জসিম উদ্দিন চৌধুরী, ছাত্রদল নেতা মো. আবসার উল্লাহ, জিয়াউল কাদের জিয়া, শ্রমিক নেতা নুরুল কবির, সৈয়দ মোজাম্মেল হক, হারুন উর রশিদ চৌধুরী, মো. আহমদ নুর, মো. রফিকুল ইসলাম চৌধুরী খোকা, আবদুল গফুর প্রমুখ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে গতকাল দুপুর ১২টায় নতুন আদালত ভবনের সামনে সভা ও কালো পতাকা মিছিল বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এড. মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এএসএম বদরুল আনোয়ার। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এড. কামরুল ইসলাম সাজ্জাদের সঞ্চালনায় বক্তব্য দেন আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, এড. এনামুল হক, এড. আবদুস সাত্তার সারোয়ার, এড. রফিক আহম্মেদ, এড. হায়দার মো. সোলায়মান, এড. নুর উদ্দিন আরিফ, এড. নুরুল ইসলাম, এড. ফোরকান, এড. আজিজুল হক, এড. হাসান আলী, এড. ইফতেখার মহসিন, এড. সেলিনা খানম, এড. এরশাদুর রহমান রিটু, এড. সেলিম উদ্দিন শাহীন, এড. মুরশিদ আলম, খালেদা জিয়া মুক্তি মঞ্চের আহবায়ক এড. এম আনোয়ার হোসেন, এড. হাসনা হেনা, এড. রুনা কাশেম, এড. দেলোয়ার হোসেন, এড. তৌহিদুল হোসেন সিকদার প্রমুখ। সমাবেশ শেষে কালো পতাকা মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাম গণতান্ত্রিক জোট : বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ডিসি অফিস অভিমুখে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। বাম জোটের জেলা সমন্বয়ক গণসংহতি আন্দোলন নেতা হাসান মারুফ রুমির সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য কমরেড মানস নন্দী, বাসদ জেলা কমিটির সদস্য মহিন উদ্দিন। সমাবেশ পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) জেলা নেতা শফিউদ্দিন কবির আবিদ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আয় বৈষম্য-সম্পদ বৈষম্য তীব্র রূপ নিয়েছে। অবিলম্বে সংসদ বাতিল ও সরকার পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ জনগণের সংগ্রামী ঐক্য গড়ে তোলার আহবা

ন জানান। বিজ্ঞপ্তি