বিএনপির সুফিয়ান ও ন্যাপের বাপনের মনোনয়নপত্র জমা

31

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে মনোনয়নপত্র জমা দেয়া শুরু করেছে প্রার্থীরা। গতকাল বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান ও ন্যাপ প্রার্থী বাপন দাশগুপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। আজ শেষদিনে বাকি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৭ জন প্রার্থী।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান পূর্বদেশকে বলেন, উৎসবমুখর পরিবেশে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে একজন বিএনপি মনোনীত প্রার্থী আরেকজন ন্যাপ প্রার্থী। আগামীকাল (আজ) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বাকি প্রার্থীরা ফরম জমা দিবেন।
তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র সংগ্রহ করেন- এসএম কফিল উদ্দিন, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, বিএনএফ সভাপতি এসএম আবু কালাম আজাদ, বিএনপি নেতা এরশাদ উল্লাহ, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, মো. কামাল উদ্দিন তালুকদার, প্রয়াত সাংসদ মঈন উদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা খান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, তাঁর বড় ছেলে মুজিবুর রহমান, সাবেক মন্ত্রী এম. মোরশেদ খান, জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, ন্যাপ নেতা বাপন দাশগুপ্ত, মো. এমদাদুল হক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন।
গত ৭ নভেম্বর এ আসনের সাংসদ মইন উদ্দীন খান বাদল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১ ডিসেম্বর বাদলের শূন্য আসনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ। বাছাই ১৫ ডিসেম্বর, প্রত্যাহার ২২ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারি।
প্রসঙ্গত, চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার সংখ্যা চার লক্ষ ৭৫ হাজার ৯৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার দুই লক্ষ ৩৪ হাজার ৭৪ জন। ১৮৯টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।