বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২৯ জন

8

জাতীয় সংসদের শূন্য হওয়া চার আসনে উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী হতে চান দলটির ২৯ জন নেতা। চার উপ-নির্বাচনের জন্য প্রার্থী হতে ইচ্ছুক মোট ২৯ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শুক্রবার সন্ধ্যায় বলেন, শনিবার বিকাল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ড তাদের সাক্ষাৎকার নেবেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন- ঢাকা-৫ আসনে সালাহউদ্দিন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, নবী উল্লাহ নবী, মো. জুম্মন মিয়া ও আকবর হোসেন নান্টু, আনোয়ার হোসেন সর্দার। খবর বিডিনিউজ
ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তফা জামান সেগুন, মো. আখতার হোসেন, আব্বাস উদ্দিন, ইশতিয়াক আজিজ উলফাত ও মোস্তফা জামান।
নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন, শেখ আব্দুস শুকুর, এস এম আল ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, ইছহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু জাহিদ মো. রফিকুল আলম রফিক।
সিরাজগঞ্জ-১ আসনে টিএম তাহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান, সেলিম রেজা ও রুমানা মাহমুদ কনকচাঁপা। উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা ১০ হাজার টাকা দিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে ২৫ হাজার টাকা জামানতসহ জমা দেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। আর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনেরে উপ-নির্বাচনের তফসিল কমিশন এখনও ঘোষণা করেনি।
আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।