বিএনপির চিকিৎসাসেবা অব্যাহত থাকবে

58

মহানগর বিএনপির সভাপতি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির পক্ষ থেকে মানুষের ঘরে ঘরে ঔষধ, অক্সিজেনসহ চিকিৎসাসেবা পৌছে দেওয়া হবে। তিনি গতকাল শুক্রবার ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড় কাউন্সিলর প্রার্থী ও সদরঘাট থানা বিএনপির সভাপতি মো. সালাউদ্দীনের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, মানুষকে চিকিৎসাসেবা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
অপরদিকে জনগণের দল হিসেবে বিএনপি মহানগরীতে ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। মো. সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদিন জিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, তাঁতী বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সদরঘাট থানা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নগর মহিলা দলের সংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার লিজা, ২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদরঘাট থানা বিএনপির সহ সভাপতি মো. ইলিয়াছ, ইব্রাহীম মান্নান, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মো. জাহিদুল ইসলাম, ২৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আজিজ, বিএনপি নেতা মো. সিদ্দিক, শাহজাহান মো. তৈয়ব আলী, নগর যুবদল নেতা মো. রাসেল, কমল জ্যোতি বড়–য়া, নূর জাহেদ বাবলু, নূর খাঁন, আবদুল মান্নান, তানভীর উদ্দিন, মো. শফিক, ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত, আনোয়ার আবেদিন মুন্না, ইম জুয়েল আলী নাহিদ, মো. ইকবাল প্রমুখ। বিজ্ঞপ্তি