বিএনপির অবস্থা নাজুক : মোছলেম

32

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, উপজেলা, জেলা, কেন্দ্রে ক্ষমতার সমন্বয় না থাকলে উন্নয়ন কাজ তরান্বিত হয়না। স্থানীয় সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতে পারলে এই সমন্বয়ের কারণেই কাংক্সিক্ষত ফল লাভ হবে। শেখ হাসিনার উন্নয়নের ধারার সাথে সংপৃক্ত হয়ে এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে তারই মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয়ী করতে হবে। সংগঠন একটি নিয়মের গন্ডিতে চলে। কেউ জেদ, অহমিকা ও ভুল বুঝে এই নিয়মের ব্যতয় ঘটাক দল তা চায়না। যে কোন পর্যায়ের নেতৃত্বের উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তিনি গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হল রুমে বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার সমর্থনে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল রহমানের সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইকবাল তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা পরিষদ নৌকা প্রার্থী নুরুল আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম সওদাগর, রেজাউল করিম বাবুল, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, জেলা পরিষদ সদস্য মো.ইউনুছ, পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো.ইউসুফ, আবু নঈম চৌধুরী, মো.আলী, কামাল উদ্দিন, মোছলেম উদ্দিন, জাহাঙ্গীর আলম, পৌরসভার প্যানেল মেয়র শাহাজাদা মিজানুর রহমান, মো.ইউসুফ রেজা, মো.জানে আলম, মহিউদ্দিন বাদল, আবু তৈয়ব টিপু, রাসেল তালুকদার, পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা বেগম, সাধারণ সম্পাদক নিলু আকতার, আবদুল মোনাফ মুহিন, দক্ষিণ জেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক আবু বকর জীবন, ছাত্রনেতা নুর নবী, মিজানুর রহমান বাপ্পী, জাহাঙ্গীর রেজা প্রমুখ। খবর বিজ্ঞপ্তির