বিএনপিকে নির্মূলে মরিয়া সরকার : ফখরুল

32

নানা কৌশলে বিএনপিকে নির্মূলে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে একটি মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করতে গিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘জনবিচ্ছিন্ন সরকার বিএনপিসহ বিরোধীদলগুলোকে নির্মূল করে একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতেই নেতা-কর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে কারাগারে আটকে রাখছে। মূলত শাসকগোষ্ঠি
বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে’। সাইফুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। খরব বিডিনিউজের
একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ফিরোজ গত বুধবার আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো করা হয়। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই গতকাল ফিরোজের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়।