বিএইচএমএ’র উদ্যোগে বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত

49

হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন (বিএইচএমএ) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ৯ মার্চ এসোসিয়েশনের পুরাতন গীর্জা কার্যালয়ে ইগ্নেশিয়া আমারা ও নেট্রাম মিউরিয়েটিকামের তুলনামূলক আলোচনা শীর্ষক এক বিজ্ঞান সেমিনার সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ নুরুচ্ছফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সরকার প্রতিনিধি (সাবেক) ও হোমিও চেতনা পত্রিকার সম্পাদক ডা. সালেহ আহমেদ সুলেমান। এতে বিশেষ অতিথি ছিলেন ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, বিএইচএমএ চট্টগ্রাম জেলা সম্পাদক ডা. মো. শামশু উদ্দিন, হোমিওপ্যাথি স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব ডা. মো. ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. জোহরা আক্তার নাজমা। ডা. আলাউদ্দিন ভূইয়ার পরিচালনায় সেমিনারে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আ.ক.ম রফিকুল ইসলাম, ডা. মন্টু কুমার শীল, ডা. সরওয়ার উদ্দিন আরিফ, ডা. দিলীপ কুমার দে, ডা. মো. ফায়েক এনাম, ডা. মোহাম্মদ আইয়ুব, ডা. কামরুল হাসান, ডা. মো. হোসাইন সোহাগ, ডা. আবদুল মান্নান, ডা. এসএম মঞ্জু, প্রভাষক ডা. মহিউদ্দিন, ডা. রহিমা আক্তার, ডা. ছিদ্দিক আহাম্মদ, ডা. এসএম ইয়াছিন, এসএম শামশুদ্দিন, ডা. বিপ্লব শংকর প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোগ পুরাতন আকার ধারণ করলে ইগ্নেশিয়া রোগীতে যখন কোন ফল হয় না, তখন নেট্রাম মিউরে বিশেষ উপকার হয়। ইগ্নেশিয়ায় আত্মীয়-স্বজনের সমবেদনায় রোগিনী সান্ত¡না বোধ করে কিন্তু এতে নেট্রামের রোগিনীর শোক আরও বেড়ে যায়। বিজ্ঞপ্তি