বায়েজিদ মুরাদনগর সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (র.) ওরশ

94

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (র.) এর ৬০তম ওরশ মোবারক গত ১৬ জুলাই বায়েজিদস্থ মুরাদনগর মরহুম অলী আহমদ সওদাগরের পরিবারবর্গের ব্যবস্থাপনায় স্থানীয় মহল্লা কমিটি ও গাউসিয়া কমিটি মুরাদনগর ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। মুরাদনগর মহল্লা কমিটির প্রধান সর্দার আলহাজ্ব নুর আহমদ কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান আলোচক ছিলেন ঢাকা কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাছানুর রহমান হোছাইন নকশেবন্দী। আবদুর রহমান রাশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাজিপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান আরিফ, দৈনিক আজাদীর সিনিয়র সহ-সম্পাদক মুহাম্মদ কাসেম শাহ্, ইমামে আজম আবু হানিফা (র.) তাহেরিয়া জামে মসজিদের খতিব মাওলানা শায়ের সেলিম রিয়াদ ও চান্দগাঁও মোহরা ছালেহ আহমদ চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শাহাদাত হোছাইন আনোয়ারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবু তাহের, মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ তৈয়্যব সর্দার, মুহাম্মদ জুনাইদ বাদশা, মুহাম্মদ জুবাইর মাহিন, মুহাম্মদ তাজোয়ার ও মুহাম্মদ ওয়াফের প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, ইউরোপ আফ্রিকা ও এশিয়ার উপ-মহাদেশের চিন, বার্মা ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে সত্যিকার দ্বীন-ইসলাম প্রচার ও প্রসারে আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (র.) এর অবদান অবিস্বরণীয়। শুধু বাংলাদেশে শতাধিক দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলামের সঠিক পথ ও মত আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ বাস্তবায়নে অবদান রেখে গেছেন।
শেষে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি কামনা করে মিলাদ কিয়াম ও মোনাজাত করা হয়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (র.) এর ৬০তম ওরশ মোবারক গত ১৬ জুলাই মঙ্গলবার বায়েজিদস্থ মুরাদনগর মরহুম অলী আহমদ সওদাগরের পরিবারবর্গের ব্যবস্থাপনায় স্থানীয় মহল্লা কমিটি ও গাউসিয়া কমিটি মুরাদনগর ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। মুরাদনগর মহল্লা কমিটির প্রধান সর্দার আলহাজ নুর আহমদ কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান আলোচক ছিলেন ঢাকা কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাছানুর রহমান হোছাইন নকশেবন্দী।
আবদুর রহমান রাশেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে আলোচনায় অংশ নেন হাজিপাড়া আশেকানে আউলিয়া মাদরাসার আরবী প্রভাষক মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান আরিফ, দৈনিক আজাদীর সিনিয়র সহ-সম্পাদক মুহাম্মদ কাশেম শাহ্, ইমামে আজম আবু হানিফা (র.) তাহেরিয়া জামে মসজিদের খতিব মাওলানা শায়ের সেলিম রিয়াদ হক্কানী, চান্দগাঁও মোহরা ছালেহ আহমদ চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শাহাদাত হোছাইন আনোয়ারী, বায়েজিদ থানা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সর্দার, মুহাম্মদ তৈয়্যব সর্দার, হাফেজ মাওলানা মুহাম্মদ আবু তাহের, মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিসান হায়দার, মুহাম্মদ জুনাইদ বাদশা, মুহাম্মদ জুবাইর মাহিন, মুহাম্মদ তাজোয়ার ও মুহাম্মদ ওয়াফের প্রমুখ। বিজ্ঞপ্তি