বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ফ্রি মাস্ক বিতরণ

38

স্বেচ্ছায় রক্তদাতাদের সামাজিক সংগঠন ‘কল্যাণ’ এর উদ্যোগে ৫০০ ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকালে নগরের অন্যতম ধুলাবালি প্রবণ এলাকা হালিশহরের বড়পোল, ছোটপোল, হালিশহর এক্সেস রোডসহ আশপাশের কয়েকটি সড়কের পথচারীদেও ফ্রি মাস্ক বিতরণ করা হয়। এ সময় সেচ্ছায় রক্তদানে উদ্ধুদ্ধকরণে লিফলেটও বিতরণ করা হয়। এ সময় কল্যাণের পরিচালক ইঞ্জিনিয়ার আরিফ উদ্দীন বলেন, এই শুষ্ক মৌসুমে সড়কে প্রচুর ধুলাবালি থাকে। যা থেকে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আবার শীতকালীন ঠান্ডাজনিত রোগ সর্দি, এজমা ইত্যাদিও ধুলাবালির কারণে তীব্র হয়ে উঠে। তাছাড়া বায়ু দূষণজনিত বিভিন্ন রোগের প্রকোপ তো আছেই।
ধুলোবালির কারণে মানুষ প্রতিনিয়তই নানা রোগে আক্রান্ত হচ্ছে। অপরদিকে এমন অনেক মারাত্মক রোগ রয়েছে যেগুলোর জীবাণু বাতাসে ছড়ায়। এই সব রোগ জীবাণু থেকে বাঁচাতে, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা মাস্ক বিতরণ করছি। তখন টিম সাধারণ পথচারীরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা ও টিএন্ডটির চলমান কাজগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে কাজ চলমান অবস্থায় ধুলাবালির দুর্ভোগ থেকে পথচারীদের রক্ষা করতে সড়কে পানি ছিটানোর আহব্বান জানান। ফ্রি মাস্ক বিতরণ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কল্যাণের সদস্য ইঞ্জিনিয়ার সায়েম হোসাইন, রিদুয়ান, রাইহান, রাহিব, সিয়াম, রুম্মান, রানী, জেসান প্রমুখ। খবর বিজ্ঞপ্তির