বায়ু দূষণের মাঝেই টাইগারদের অনুশীলন

50

মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নিয়েই দিল্লিতে সফরকারী বাংলাদেশ আর স্বাগতিক ভারতের ক্রিকেটারদের মাঠে নামতে হবে। এরই মধ্যে মাঠে নেমেছে মুশফিক-মোস্তাফিজ-লিটন দাসরা। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলনে নেমেছেন তারা। দুই বছর আগে দিল্লিতে খেলতে নেমে ‘মাস্ক’ পরতে হয়েছিল শ্রীলঙ্কান দলকে। দিল্লির অসহনীয় বায়ু দূষণের মধ্যেই এবার খেলতে নামতে হচ্ছে বাংলাদেশ এবং ভারতকে।
এরই মধ্যে পরিবেশবাদিদের চিঠি পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা জানিয়েছেন আগামী ৩ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচটি যেন আয়োজন না করা হয়। এমন অবস্থায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বায়ু দূষণের মধ্যে নিজেদের অনুশীলনে সফরকারী বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস মাস্ক মুখে নেমেছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো লিটনের ছবি ছাপিয়ে ফলাও করে নিউজও করেছে। তবে, মুশফিক-মোস্তাফিজদের মুখে মাস্ক ছিল না। এই ম্যাচ দিয়েই ভারত সফর শুরু করবে বাংলাদেশ। আর এই ম্যাচের আগে দিল্লির বায়ু দূষণ তৈরি করছে শঙ্কা।
ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, দীপাবলি উৎসবে দিল্লির বায়ুদূষণের মাত্রা আরও তীব্র হয়েছে। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচটি দিল্লিতে না করে অন্য কোনো শহরে আয়োজন করা যেত কী না-এমন প্রশ্নেরও জবাব দিতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, সূচিতে আগে থেকেই এই ম্যাচটির আয়োজক হিসেবে দিল্লির নামটি ছিল। সবকিছুই পরিকল্পনামাফিক হয়ে থাকে। দিল্লিতেই তাই বাংলাদেশ-ভারতকে খেলতে হবে।