বাড়ীঘোনা প্রিমিয়ার লিগ শুরু টাইগার স্টারের সূচনা

84

বাড়ীঘোনা ক্রীড়া সংস্থা আয়োজিত বাড়ীঘোনা প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর পঞ্চম আসর গতকাল শুক্রবার শুরু হয়েছে। আসরের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করে বাড়ীঘোনা টাইগার স্টার। ধুম ধাড়াক্কা ভার্সনের এই ক্রিকেটে টাইগার স্টারের বোলাররা তেমন সুবিধে করতে না পারলে প্রতিপক্ষ এইচ এস ক্রিকেট একাদশ ৭ উইকেটে ১৭০ রান করে। শুভ বড়ুয়া ২৮ রান করেন। ব্যাট হাতে অবশ্য ফিল্ডিং ও বোলিং ব্যর্থতা পুষিয়ে নেয় টাইগার স্টার একাদশ। তারা মাত্র ১৬ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ফখরুল ৩৮ ও সাকিব ৩০ রান করেন। ব্যাট হাতে ১২ ও বল হাতে ৪ উইকেট লাভের সুবাদে ম্যাচ সেরা হন মোহাম্মদ মামুন। আজ টুর্নামেন্টে মুখোমুখি হবে বাড়ীঘোনা ভাইকিংস ও রয়েল চ্যালেঞ্জের বাড়ীঘোনা।
এর আগে হাটহাজারীর মাদার্শাস্থ বিপিএল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ডা. উত্তম কুমার বড়ুয়া। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মো. শফিউল আলম, তাপস বড়–য়া, আবুল কাশেম হিরু, তাসমিন আখতার জেসি প্রমুখ। সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান জাবের কায়সার চৌধুরী। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো. এরশাদ। বিজ্ঞপ্তি