বাড়ীঘোনা প্রিমিয়ার লিগে ভাইকিংস চ্যাম্পিয়ন

65

বাড়ীঘোনা প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ৫ম আসরের ফাইনাল গতকাল অনুষ্ঠিত হয়। হাটহাজারীর মাদার্শাস্থ বিপিএল মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে বাড়ীঘোনা এইচ এস ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে এইচ এস ক্রিকেট একাদশ পুরো কুড়ি ওভার খেলে ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। দলটির পক্ষে রায়হান ৪৭, রাশেদ ৩৭ রান করেন। বাড়ীঘোনা ভাইকিংসের পক্ষে মিজান ৩ উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে বাড়ীঘোনা ভাইকিংস ১৫ বল হাতে রেখেই ১৬৫ রান তুলে নেয় মাত্র ৫ উইকেট হারিয়ে। নঈমউদ্দীনের ৪৫ সাথে আরফাতের ২৯ ও দিপান্তর ২৮ কাউসার ভাইকিংসের শিরোপা জয়ের পথে বড় ভুমিকা রাখে। ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন মো নঈমউদ্দীন। সেরা বোলারের পুরস্কার যায় শওকতের ঝুলিতে। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন রহিম বাদশা। সেরা ব্যাস্টম্যানের পুরস্কার পান রায়হান। এছাড়া সেরা উদীয়মান খেলোয়াড় হন মো: রেজাউল হাসনাত রাব্বি।
খেলা শেষে বাড়ীঘোনা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান জাবের কায়ছারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. এরশাদ-এর পরিচালনায় পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য লায়ন আলহাজ দিদারুল আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, টুর্নামেন্ট থেকে বাছাই করা প্রতিভাবানদের নিয়ে বিশেষ প্রশিক্ষন কর্মসুচি শীঘ্রই শুরু করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এর পরিচালক মো. জাহেদ হোসেন, ন্যশনাল লাইফ ইন্সুরেন্সের জোন প্রধান আবুল কাসেম হিরু, ব্যংকার তৌহিদ হোসেন, ছাত্রলীগ নেতা খোরশেদুল আলম, আনোয়ার পলাশ, রুপম সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি