বাড়ি ফিরতে পারলনা স্কুলছাত্র রবিউল

49

প্রতিদিনকার ন্যায় স্কুলে ক্লাশ শেষে বাড়ি অন্যান্য সহপাঠিদের সাথে বাড়ি ফিরছিল স্কুল ছাত্র রবিউল। কিন্তু টমটম চালকের অসেচতনতার কারণে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে বাড়ি ফেরা হলোনা। তার ফিরল তার নিতর দেহ। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সাতকানিয়া উপজেলার পুরাণগড় ইউনিয়নে। এ ঘটনায় পুরো পুরাণগড়ে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল বুধবার বিকালে মর্মান্তিক ঘটে। নিহত রবিউল হাসান ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার বৈতরণীমোহাম্মদসেলিমেরছেলে ও পুরাণগড় শাহ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। পুরাণগড় ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিউল প্রতিদিনকার ন্যায় স্কুলশেষে বাড়ি বন্ধুদের সাথে টমটমে করে বাড়ি ফিরছিল।বেপরোয়া টমটম চালকের অসচেতনতার কারণে গাড়ি উল্টেগেলে রবিউল গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আশ-শেফা হাসপাতালের পরিচালক আবু মোরশেদ বলেন, দূঘৃটনায় আহত এক স্কুল ছাত্রকে আমাদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম মৃত ঘোষনা করেন। পুরাণগড় ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক বলেন, রবিউল মারা যাওয়ার পর স্কুলের শিক্ষক ও তার গার্ডিয়ানরা থানায় গেছে। লাশ আশ-শেফা হাসপাতালে ছিল। এ বিষয়ে যোগাযোগ করা হলে রাত (সাড়ে নয়টার সময়) থানার দায়িত্বরত অফিসার এস আই মো. জাকির হোসেন বলেন, এ জাতিয় অভিযোগ বা খবর নিয়ে আমাদের সাথে কেহ যোগাযোগ করেনি। ঘটনা সর্ম্পকে আমরা অবগত নয়।