বাহোপ চট্টগ্রাম জেলার মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন

67

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় বছরের শুরুতে ‘সহজে রেপার্টরী শেখার ধাপগুলি’ শীর্ষক মাল্টিমিডিয়া ক্লাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান গত ৪ জানুয়ারি চকবাজার বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। বাহোপ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে মাল্টিমিডিয়া ক্লাসের শুভ উদ্বোধন করেন বাহোপ কেন্দ্রীয় সভাপতি, হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সরকার প্রতিনিধি ও হোমিও চেতনা পত্রিকার সম্পাদক ডা. সালেহ আহমেদ সুলেমান। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডা. জহরলাল ভট্টাচার্য। বাহোপ জেলা যুগ্ম-সম্পাদক ডা. আ.ক.ম রফিকুল ইসলাম ‘সহজে রেপার্টরী শেখার ধাপগুলি’ শীর্ষক মাল্টিমিডিয়া ক্লাস উপস্থাপন করেন। জেলা সম্পাদক প্রভাষক ডা. এনমুল হক এনামের সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. এস. এম রবিউল হোসাইন, ডা. এম. এ গণি, ডা. মো. মুহসীন, ডা. কাজী মোহং সলিম উল­্যা, ডা. অহিদ মো. আবদুল­াহ। আলোচনায় অংশ নেন ডা. মো. আবু সাঈদ, ডা. এহতেশামুল হুদা, ডা. ফায়েক এনাম, ডা. মো. জামাল উদ্দীন, ডা. মো. আবদুল কাদের, ডা. স্বপ্না সাহা, ডা. যতীন্দ্র নাথ বল­ভ, এম এ ফজল, মো. আখাম উদ্দীন, কামরুল হাছানা, বিমল মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি