বাহরাইন সম্মেলনে যোগ দেবে না ফিলিস্তিন

35

আমেরিকার পৃষ্ঠপোষকতায় বাহরাইনে যে অর্থনীতি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে ফিলিস্তিনের কর্মকর্তারা যোগ দেবেন না বলে জানিয়েছেন ফিলিস্তিনের সামাজিক উন্নয়নমন্ত্রী আহমাদ মাজদলানি। আগামী মাসে বাহরাইনের রাজধানী মানামায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’র প্রথম অংশ উন্মোচন করবেন। মার্কিন প্রশাসন দাবি করছে, ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে শতাব্দির সেরা চুক্তি তৈরি করা হয়েছে। ফিলিস্তিনি মন্ত্রিসভার বৈঠকে মাজদালানি বলেন, মানামা ওয়ার্কশপে ফিলিস্তিনের কেউ যোগ দেবেন না। ফিলিস্তিন থেকে যদি কেউ ওই সম্মেলনে যোগ দেন তাহলে তিনি বা তারা আমেরিকা ও ইসরায়েলের সহযোগী ছাড়া আর কিছুই হবেন না। এর আগে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাত্তাইয়া বলেছেন, বাহরাইন সম্মেলন সম্পর্কে তার সরকারের সঙ্গে কোনো রকম পরামর্শ করা হয় নি।