বাসিন্দাদের মতামতের ভিত্তিতে হবে উন্নয়ন ও আগামীর বাজেট

57

পটিয়া পৌরসভার গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, বাসিন্দাদের মতামতের ভিত্তিতে হবে পৌরসভার উন্নয়ন ও আগামীর বাজেট। সে লক্ষে সকলের মতামতের ভিত্তিতে প্রকল্পগ্রহন ও উন্নয়নকে অগ্রাধিকার দিতে এ গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে বাসিন্দারা তাদের সুবিধা-অসুবিধা ও জরুরি ভিত্তিতে অগ্রাধিকার প্রকল্প গ্রহণের সুপারিশ করতে পারবেন। পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে পৌর বাসিন্দারা উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন। পটিয়া পৌরসভার ২০১৯-২০২০ সালের প্রস্তাবিত বাজেটের উপর এক গণশুনানী গত বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনাতিতে প্রস্তাবিত বাজেট পাঠ করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ মহসিন, প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর রূপক সেন, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর শফিকুর রহমান, মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার প্রমুখ। প্রস্তাবিত বাজেটের উপর বিভিন্ন বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন এলাকার উন্নয়ন সমন্বয় প্রতিনিধি মুহাম্মদ ইসমাইল, পুলক চৌধুরী, দেবর্ষি চক্রবর্তী, শারমিন সুলতানা, চৌধুরী, হোসনেয়ারা বেগম, হাছিনা আকতার, দিলুয়ারা বেগম, আকতার জাহান, কহিনুর আকতার, হারুনুর রশিদ ছিদ্দিকী, আবদুর রাজ্জাক, আবদুল হাকিম রানা ও এস.কে.এম. নূর হোসেন। পরামর্শমূলক প্রস্তাবে পৌরসভার ড্রেন, ফুটপাত, টয়লেট, পেশাজীবীদের কর, রাস্তা ঘাটের বিষয়ে বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয়গুলি তুলে ধরা হয়।