বাল্যবিয়ে মাদক দূর্নীতি বিষয়ে সকলকে সচেতন হতে হবে

84

বাল্যবিবাহে সমাজের ক্ষয়, বাল্যবিবাহ আর নয় এ স্লোগান নিয়ে গত ২৪ জানুয়ারি ফটিকছড়ির পাইন্দং উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আচরণ পরির্বতন মডিউল স¤প্রাসারণ প্রদর্শণী ও মতবিনিময় কর্মশালা। বিশ্ব ব্যাংক, এমওই এবং ডিআরআই এর আয়োজনে উক্ত মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রানালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড.মাহমুদ উল হক। তিনি বাল্যবিবাহ,মাদক,দূনীতি বিষয়ে সকলকে সচেতন হবার আহবান জানিয়ে বলেন ১৮ বছরে নিচে কোন কণ্যা সন্তান ও ২১ বছরের নিচে পুরুষ সন্তানদের বাল্য বিবাহ দেয়া যাবে না। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষা মন্ত্রানালয়ের (উন্নয়ন-১) উপ সচিব নাসরিন মুক্তি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমান, চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জালাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, মো. আসাদুজ্জামান, মো. ওয়াহিদুর রহমান, গৌতম কুমার রায়,পাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ দাস, আবু জাফর বুলবুল, আবু আজম তালুকদার, মিনহাজুল করিম রোকন, হাবিবুল্লা সাবু, মজহার ইসলাম প্রমুখ। এছাড়া শিক্ষা মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদ উল হক এ দিন বিকেল ৩টায় উপজেলার হাইদ চকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ কামালের বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ আফতাব উদ্দিন চৌধুরীরর সভাপতিত্বে বিদায় সংবর্ধিত অতিথি ছিলেন পাইন্দং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন, শিউলী বড়ুয়া,মফিজুর রহমান প্রমুখ।