বালকে জিরি লোকমান হাকিম-বালিকায় নাইখাইন প্রাইমারি স্কুল চ্যাম্পিয়ন

129

পটিয়ায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় উত্তর গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ হাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। নাইখান সরকারি দলের খেলোয়ার সোমা সরদার ম্যান অব দ্য ম্যাচ নিবাচিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, থানার ওসি বোরহান উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, জিরি লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনার কমিটির সভাপতি লোকমান হাকিম, নাইখাইন প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবছার। ক্রীড়া সংস্থার নাছির উদ্দিন, বাদশা মিয়া, জালাল আহমদ, নাজিম উদ্দিন পারভেজ, পুলক চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, উপজেলা যুবলীগ আহবায়ক মোহাম্মদ হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন কান্তি নাথ ও সাধারন স্পাদক দিল মোহাম্মদ সানি প্রমুখ। টুর্নামেন্টে ৮৪টি বিদ্যালয় দল অংশগ্রহণ করে।