বার্সেলোনায় গাঙ্গুলি, পেলেন ‘দাদা’ লেখা জার্সি

48

আন্তর্জাতিক ক্রিকেটে একসময় ভারতের জার্সি গায়ে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন বিভিন্ন দেশে। কিন্তু বিশ্বফুটবল দেখা হয়নি। এই বাঙালি নিজে ক্রিকেটার হয়েও ভালোবাসেন ফুটবল। আগেও বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে দেখা গিয়েছে সৌরভ গাঙ্গুলিকে। রবিবার স্প্যানিশ লা লিগার শীর্ষ দল বার্সেলোনা সৌরভকে কাস্টমাইজ করা একটি জার্সি উপহার দেয়। ফুটবলের প্রতি আবেগ আলাদাভাবে আছে বলেই হয়তো ইউরোপিয়ান জায়ান্ট দল থেকে বিশেষ উপহার পেলেন সাবেক ভারতীয় অধিনায়ক। ‘দাদা’ লেখা নামের জায়গায়। জার্সির নম্বর ৯৯। বার্সায় গিয়ে এই জার্সিই পেলেন সৌরভ। ক্লাবের বোর্ড সদস্য অরিয়ল টমাস তার হাতে এই জার্সি তুলে দেন। স্বপরিবারে সৌরভ এখন স্পেনে। রয়েছেন বার্সেলোনায়। ন্যু ক্যাম্পে ২১ ডিসেম্বর রাতে তিনি সেল্টা ভিগো বনাম বার্সেলোনার ম্যাচ দেখেন। সাক্ষী থাকেন লিওনেল মেসির গোলের।