বার্সায় খেলবেন, ১০ বছর আগেই জানতেন ব্রাথওয়েট

21

দুই মাস আগে বিশেষ পরিস্থিতিতে বার্সেলোনা তাকে দলে নেওয়ায় একরকম হঠাৎ করেই চলে এসেছেন আলোচনায়। সমালোচনাও হয়েছে বেশ। তবে ক্যারিয়ারে আচমকা এমন মোড়, লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে খেলার সুযোগ পেয়ে মোটেও অবাক নন মার্টিন ব্রাথওয়েট। ক্যারিয়ারের ঠিক এই সময়ে বিশ্বের বড় কোনো ক্লাবে খেলবেন, তা নাকি তিনি আগেই জানতেন। গত ফেব্রুয়ারিতে ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে হ্যামস্ট্রিংয়ের চোটে ছয় মাসের জন্য ছিটকে যাওয়ায় জরুরি ভিত্তিতে বার্সেলোনাকে খেলোয়াড় কেনার সুযোগ দেয় লা লিগা কর্তৃপক্ষ। সেই সুযোগে লেগানেস থেকে ডেনিশ ফরোয়ার্ড ব্রাথওয়েটকে দলে ভেড়ায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ক্লাব সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ ও স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে প্রথম বৈঠকেই ব্রাথওয়েটকে বলা হয়েছিল, তাকে কেনার মূল কারণ। সেটা হলো তার মানসিক দৃঢ়তা। সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তা জানান ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।