বার্সার সেই জাপানি মেসিকে কিনে নিলো রিয়াল মাদ্রিদ

29

টোকিও এফসির জাপানিজ মেসি খ্যাত ১৮ বছর বয়সী এট্যাকিং মিডফিল্ডার ও ফরওয়ার্ড তাকেফুসা কুবোকে সাইন করানোর জন্য আগেই এগিয়ে ছিলো রিয়াল মাদ্রিদ। অন্যদিকে রেসে অনেকটাই পিছিয়ে ছিলো বার্সেলোনা। অবশেষে রিয়াল মাদ্রিদই তাকে দলে ভিড়িয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোই নিশ্চিত করল খবরটি। ২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটি টাকা) দিয়ে ৬ বছরের চুক্তিতে কুবোকে এনেছে রিয়াল। রিয়াল মাদ্রিদ নিজেদের অফিশিয়াল টুইটারেও এটা নিশ্চিত করেছে, ‘তাকেফুসো কুবো এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। সে পরের মৌসুমে কাস্তিয়াতে যোগ দেবে। ক্লাবে স্বাগতম, তাকেফুসা!’
উল্লেখ্য যে, তাকেফুসা কুবো ২০১১-২০১৫ সাল পর্যন্ত বার্সার একাডেমির খেলোয়াড় ছিলেন। এবং তাকে সাইন করানোর কারনে ২০১৪ সালে ফিফা কতৃক ট্রান্সফার ব্যানও খেয়েছিলো বার্সেলোনা।
তবে এবছর তার ১৮বছর পুরো হওয়ার কারণে তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও পিএসজি। কিন্তু বার্সা ও পিএসজিকে বিট করে তাকে রিয়াল মাদ্রিদ সাইন করিয়ে নিয়েছে।