বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

27

লা লিগার শিরোপা লড়াইটা বেশ জমে উঠেছে। এবার যেমন এস্পানিওলকে হারিয়ে শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ। অবশ্য দিন শেষে চিরপ্রতিদ্বন্দ্বীদের হটিয়ে ফের চূড়ায় ওঠার সুযোগ থাকছে বার্সেলোনার সামনে। এস্পানিওলকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বের্নাবেউয়ে গতকাল স্থানীয় সময় দুপুরে লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল।
বেশ কিছুদিন ধরে নজরকাড়া ফুটবল খেলছে রিয়াল। এস্পানিওলের বিপক্ষেও আক্রমণাত্মক শুরু করা দলটি এগিয়ে যায় ৩৭তম মিনিটে। বেনজেমার পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ভারানে। মৌসুমে ফরাসি এই ডিফেন্ডারের এটি প্রথম গোল।
দুই অর্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা বেনজেমা ৭৯তম মিনিটে পান সাফল্যের দেখা। দারুণ এক গোলে দ্বিগুণ করেন ব্যবধান। সতীর্থের পাস ধরে মিডফিল্ডার ভালভেরদেকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ফরাসি স্ট্রাইকার। সতীর্থের ফিরতি পাস পেয়ে ডান পায়ের শটে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন। আসরে এটি তার একাদশ গোল। ১৫ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে শীর্ষে ওঠা রিয়ালের পয়েন্ট ৩৪। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা।