বার্ষিক র‌্যাংকিংয়ে রেটিং কমেছে বাংলাদেশের

26

বিশ্বকাপ শুরুর আগে বার্ষিক র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে টেস্টে শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত ও ওয়ানডেতে ইংল্যান্ড। প্রকাশিত র‌্যাংকিংয়ে মূলত ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমের ফলাফল ৫০ শতাংশ বিবেচনায় নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের অবস্থানের হেরফের না হলেও রেটিং পয়েন্ট কমেছে দুই ফরম্যাটে।
২০১৫-১৬ মৌসুমের ফলাফল বাদ দেওয়ার আগে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারতের সংগ্রহ ছিলো ১১৬ পয়েন্ট। নতুন র‌্যাংকিংয়ে আগের ফল বাদ দেওয়ায় তিন পয়েন্ট হারাতে হয়েছে কোহলিদের। এই পরিবর্তনের ফলে টেস্ট র‌্যাংকিংয়ে একমাত্র অদল বদল হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাঝে।
১০৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চতুর্থ স্থানে ইংল্যান্ড। ৬ পয়েন্ট হারিয়ে ৯৮ পয়েন্টে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া। আর সাতে থাকা পাকিস্তান ও আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের মাঝে পয়েন্ট ব্যবধান ১১ থেকে কমে দাঁড়িয়েছে দুইয়ে। নয়ে থাকা বাংলাদেশও পয়েন্ট হারিয়েছে তিনটি। তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট।