বারডেমের চিকিৎসক ধর্মঘট অষ্টম দিনে

16

চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে টানা অষ্টম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের চিকিৎসকদের একাংশ। গতকাল রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট পালনের পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হলেও সমাধান আসেনি। বৈঠক শেষে আন্দোলনকারীদের একজন সজীব রায় বলেন, আগামিকালও বসার জন্য সময় দেওয়া হয়েছে। হয়তো সমস্যার সমাধান হবে।
আন্দোলনের বিষয়ে জানতে চাইলে বারডেমের মহাপরিচালক অধ্যাপক ডা. এম কে আই কাইয়ুম চৌধুরী বলেন, এখন কোনো আন্দোলন নেই। অর্ধেকের বেশি কাজে যোগ দিয়েছে। আশা করছি, বাকিরাও আমাদের পক্ষ থেকে ১২ তারিখের মধ্যে কাজে যোগদান করতে যে সময় দেওয়া হয়েছিল এর আগেই তারা কাজে ফিরবেন। তাদের দাবি-দাওয়ার বিষয়ে তিনি বলেন, কাজে যোগদান করলে তাদের যৌক্তিক দাবি বিবেচনা নেওয়া হবে। খবর বিডিনিউজের