বাবা

60

বাবা ছিলেন সহজ সরল
সবার কাছে আপন,
বাবার আদর ভালোবাসায়
ভরে যেতো এ মন।

বাবা ছিলেন সুখে-দুঃখে
সবার মাথার ছায়া,
বাবার শাসন বাবার কাজে
ছিলো জাদু মায়া।

বাবা ছিলেন বন্ধুর মতোন
সকল কথা বলা
বাবার কাছেই শিখেছিলাম
কঠিন পথে চলা।

সেই বাবা আজ দূর আকাশে
হয়ে গেছে তারা,
কতো কাঁদি কতো ডাকি
দেয়না তবু সাড়া।

বাবা তুমি যেথায় আছো
থেকো অনেক ভালো,
তোমার পথেই হেঁটে আমরা
জ্বালবো সুখের আলো।