বাবা আমার

45

বাবা আমার হারিয়ে গেলো দূর আকাশের গায়,
ঘুমের মাঝে বাবা এসে আদর দিয়ে যায়।
বাবা ছাড়া এই পৃথিবী ভীষণ অন্ধকার,
বাবার জন্য কেঁদে কেঁদে কষ্ট হাহাকার।

সাজানো তো ছিল সকল বাবার মুঠো হাতে,
হারিয়ে গেলো বাকশক্তি হঠাৎই এক রাতে।
আঁধার নামে দু’চোখ জুড়ে মনে নিরবতা,
বাবার বুকে স্বপ্ন ছিল আদর্শ ভীত প্রথা।

কষ্ট-ব্যথার রাত এনে দেয় হিংস্র বাঘের থাবা
হাজার তারার মাঝে খুঁজি কোনটা আমার বাবা।