বাবার আশিস

66

ছোটবেলায় বাবার সঙ্গে যেতাম মামার বাড়ি
সঙ্গে মায়ের আনন্দটাও জমতো ভীষণ ভারি!
বাবার সঙ্গে ঘুরতে যাওয়ার স্মৃতি আজও সুখের
বাবার কথা আসলে মনে যন্ত্রনা হয় বুকের।

লেখা পড়ায় ফাঁকি দিয়ে বকা খেতাম স্কুলে
এসব কথা শুনেই বাবা কানটা দিতেন মুলে!
বাবার কড়া শাসনে ফের রেজাল্ট করলে ভালো
বাবা বলতেন ছেলে আমার দেখায় আশার আলো।

বাবা যেমন রেগে যেতেন করতো তেমন আদর
আদর খেয়ে মাঝে মধ্যে হয়ে যেতাম বাঁদর!
প্রতিবেশীর ফলের গাছের ডাল ভেঙ্গে ফল চুরি
মায়ের নালিশ বাবার কাছে জমতো ভুরি ভুরি!

বাবার ছবি আজো আমার ফুটলে মনের মাঝে
ছড়া লেখার প্রেরণা পাই ছন্দ মিলের সাজে।
বাবাকে তাই প্রণাম জানাই সাদা গোলাপ ফুলে
বাবার আশিস এবার আমি নিলাম মাথায় তুলে।