বান্ধব ছবির মোড়ক উন্মোচন

63

অনুপম কথাচিত্র প্রযোজিত, সুজন বড়ুয়া পরিচালিত বাংলা ছায়াছবি ‘বান্ধব’ আগামী ২০ মার্চ শুক্রবার সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে আপনার প্রিয় সিনেমা হলে। আপনার আমার আদরের সন্তান জন্মের পর ডাস্টবিনে কেনো? কি তার অপরাধ? মৃত্যুর পরও কোনো ধর্মের মানুষ তার লাশ গ্রহণ করেনি কেনো? কি ঘটেছিলো এই শিশুটির জীবনে? জন্ম পরিচয়হীন, ধর্ম পরিচয়হীন একটি শিশুর জীবন কাহিনী নিয়ে ‘বান্ধব’ ছবিটি নির্মিত হয়েছে। প্রযোজক অনুপ কুমার বড়ুয়া, আবুল বাশার। কাহিনী সুজন বড়ুয়া, সংলাপ ও চিত্রনাট্য ম ম র রুবেল, চিত্রগ্রহণ এর আর খোকন, সম্পাদনা একরামূল হক, সুর ও সংগীত শেখ সাদি খান, এম এ রহমান, গীতিকার মুন্সি ওয়াদুদ, সুদিপ কুমার দীপ। ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন- চট্টগ্রামের ছেলে হাবিব খান। ছবিটি মুক্তি উপলক্ষে ১৬ ফেব্রূয়ারি রবিবার হোটেল ড্রীমল্যান্ড এর রুপটপ রেস্টুরেন্টে মোড়ক উন্মোচন করা হয়। মিজানুর রহমান চৌধুরী বাবু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বান্ধব ছবির নায়ক হাবিব খান, শাহেদুল ইসলাম চৌধুরী, আমিনুল এহসান রুবাইয়াত, আবছার উদ্দিন অলি, ইমরুল কায়েস, সাজ্জাদ হোসেন ভূঁইয়া, এস বি খান, জীবন চৌধুরী, ঝুলন বড়ুয়া, জনি খান, তসলিম হাসান হৃদয়, পুতুল চৌধুরী, মাহমুদ হায়দার জীবন। বিজ্ঞপ্তি