বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এডভোকেসি সভা

45

লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-কর্তৃক আয়োজিত “ ইনক্রিজ এওয়ারনেস অন অকুপেশনাল এন্ড এনভায়রনমেন্টাল হেলথ থ্রু মেডিকেল ওয়াষ্ট ম্যানেজমেন্ট” শীর্ষক সেবা প্যাকেজের (প্যাকজ নং- এল এন্ড এইচ ই পি এস-১৭/২০১৯-২০২০) আওতায় বাংলাদেশ মেডিকেল সায়েন্স হোম নামক বেসরকারি কনসাল্টিং ফার্মের সহযোগিতায় বান্দরবান জেলার সিভিল সার্জন কার্যালয়ে ২৫শে জুন স্বাস্থ্য শিক্ষা প্রচারভিযানের অংশ হিসাবে দিনব্যাপী এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার অংসুইপ্রূ মারমা এর সভাপত্বিতে অনুষ্ঠিত এ সভায় রিসোর্স পার্সন ছিলেন বান্দরবান সদর হাসপাতালে আর এম ও ডাক্তার জসিম এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাচ সুই চিং মারমা ও বাংলাদেশ মেডিকেল সায়েন্স হোম এর প্রতিনিধি। উক্ত সভায় স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিষ্ট, ওয়ার্ড মাস্টার এবং বান্দরবান সদর হাসপাতালের সহায়ক কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনার বিষয় ছিল হাসপাতাল বর্জ্য কিভাবে আমাদের ক্ষতি করে, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সরকারের উদ্দেশ্য, হাসপাতাল বর্জ্যের ব্যবস্থাপনা কেন প্রয়োজন, হাসপাতাল বর্জ্যের উৎস, হাসপাতাল বর্জ্যরে শ্রেনী বিভাগ, হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ধাপ সমূহঃ- হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত পাত্রের “বর্ণ বিন্যাস ও বর্জ্য পৃথকীকরণ, পাত্রের বর্ণ বিন্যাস ভেদে উৎপাদিত বর্জ্যরে কতিপয় উদাহরণ- সাধারণ বর্জ্য কাল পাত্র, ক্ষতিকারক বর্জ্য হলুদ পাত্র, ধারালো বর্জ্য লাল পাত্র, তরল বর্জ্য নীল পাত্র, পুনঃচক্রায়াযোগ্য বর্জ্য কাল পাত্র। হাসপাতালের ভিতরে কিভাবে বর্জ্য পরিবহন করতে হবে, কিভাবে হাসপাতালের ভিতরে বর্জ্য সংরক্ষনে সাময়িক স্থান নির্বাচন করতে হবে, বর্জ্য ব্যবস্থাপনায় কিভাবে ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখতে হবে, হাত দূত/পরিষ্কার করার নিয়মাবলি ধারালো বর্জ্য ব্যবস্থাপনা, ধারালো বর্জ্যরে পৃথকীকরণ, চিকিৎসা বর্জ্যে সংগ্রহকরণ/অপসারণ, সুচালো বা ধারালো বর্জ্য ধারা আগাত প্রাপ্ত হলে করনীয়, হাসপাতল বর্জ্য ব্যবস্থাপনা সেবা প্রদান কারীগণের করনীয়, সিনিয়র স্টাফ নার্স/ওয়ার্ড ও ওটি ইন-চার্জ/প্যারা-মেডিকস্গণের দায়িত্ব, ওর্য়াড মাস্টারের দায়িত্ব, ওর্য়াড বয়/আয়া/কুক-গণের দায়িত্ব/ক্লিনার গণের দায়িত্ব, চিকিৎসা বর্জ্যরে ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে কি করতে হবে এবং কি করা যাবে না, হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার রেকর্ড সংরক্ষণ ইত্যাদি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।