বান্দরবান পুলিশ লাইন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা

115

 

বান্দরবান পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার।
এদিন বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ গোফরান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইয়াছিন আরাফাত, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ। শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। – বান্দরবান প্রতিনিধি

গহিরা ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। এতে দৈহিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। এজন্য রাউজানে ইতোমধ্যে শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ একাধিক প্রতিষ্ঠানের মাঠকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলা হয়েছে।
তিনি গতকাল শনিবার উপজেলার গহিরা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার দে-র সভাপতিত্বে অধ্যাপক টিটু ভোমিক ও অধ্যাপক রিতা বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, কলেজের বিদ্যুৎসাহী সদস্য ও পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, বিদ্যুৎসাহী সদস্য ও পৌর কাউন্সিলর কাজী মো. ইকবাল, বিদ্যুৎসাহী সদস্য ডা. দীপক সরকার, দাতা সদস্য আবদুল্লাহ আল রায়হান চৌধুরী, বিদ্যুৎসাহী সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, হিতেষী সদস্য আলমগীর আলী, গহিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল হক, সদস্য তুষার কান্তি দাশ, জয়নাল আবেদীন, নরেশ তালুকদার বড়–য়া, অধ্যাপক নিয়াজ মাহমুদ, অধ্যাপক সরোয়ার বেগম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, রনজিত কুমার নাথ, নুরুল মোস্তাফা, আনোয়ারা বেগম, রায়নানা আকতার প্রমুখ। – রাউজান প্রতিনিধি
সৈয়দবাড়ি স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাফর উল্লাহ’র সভাপতিত্বে ও শিক্ষক নিউটন নন্দীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কর্ণফুলী রেয়ন মিল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুল হক, সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহমান জামি, সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কবিতা বড়–য়া, মো. ইউনুছ, মাওলানা সাখাওয়াত হোসাইন তৈয়্যবী মিঞা, শিক্ষিকা বর্ণালী বিশ্বাস, শিখা রানী দে, মনিরা বেগম, ইয়াছমিন আকতার, নেভী চক্রবর্ত্তী, প্রাক্তন ছাত্র ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১২০ জন ও ৪ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অতিথিরা। – রাঙ্গুনিয়া প্রতিনিধি
নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

রাউজান নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি থেকে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ শামসুল আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জামালের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল আওয়াল ও সিফাত উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সিকদার, সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ লাইয়েক আলী, মুহাম্মদ ইলিয়াছ।
বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ শফি, শিক্ষক নমিতা দেবী, হামিদা বেগম, জিয়া উদ্দিন, জসিম উদ্দিন, জেসমিন আকতার, মাওলানা ইউনুছ আজাদ, চিত্ত রঞ্জন দে, সত্যপ্রিয় মুৎসুদ্দি, মাওলানা আব্দুল গফুর, মাওলানা তারেকুল ইসলাম প্রমুখ। – রাউজান প্রতিনিধি
মিরসরাইয়ে শাহ কালা (রহঃ) স্কুুলে বার্ষিক ক্রীড়া

মিরসরাই উপজেলার মস্তাননগরে অবস্থিত শাহ কালা (রহঃ) প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। শনিবার বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মো. রেজাউল করিম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নুরুল আমিন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহীম ও সুব্রত কর্মকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ নুরুল আফছার, ডা. প্রিয়াঙ্কা চৌধুরী, মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এম গিয়াস উদ্দিন, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনামুল হক সওদাগর, কাদেরিয়া নূরিয়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মফিজুর রহমান, ইউপি সদস্য মজিবুল হক, জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন, খাজা ক্লথ ষ্টোরের সত্ত¡াধিকারী সৈয়দুল হক। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। – মিরসরাই প্রতিনিধি