বান্দরবান জেলা মৎস্যচাষি সমবায় সমিতির সভা

53

বান্দরবান জেলা মৎস্য চাষী সমবায় সমিতির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমিন। অন্যান্যদের সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাজু মং, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দীন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা ক্যবুহ্রী মারমা প্রমুখ। এদিকে আলোচনা সভায় অতিথিরা বক্তব্যে বলেন, দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ, দশের লাঠি একের বোঝা, আপনারা দেরিতে হলেও যে সকলে মিলে একটি সমবায় সমিতি করতে যাচ্ছেন তার জন্য আমরা আপনাদের স্বাগত জানাই। বান্দরবানে যে প্রাকৃতিক দুর্যোগ বন্যা হয়েছে, এই বন্যায় সব চেয়ে বেশি ক্ষতির সম্মুখিন হয়েছে মৎস্য চাষীরা, আপনাদের মধ্যে থেকে অনেকে ক্ষতিপূরণ পাওয়ার জন্য সরকারের নিকট আবেদন করেছেন। কিছু মৎস্য চাষী ক্ষতিপূরণ পেয়েছেন,আবার অনেকে পান নাই, আপনার আগামীতে সমিতির মাধ্যমে সরকারের নিকট ক্ষতিপূরণের বা ঋণ পাওয়ার আবেদন জানালে সরকার তা বিশেষ বিবেচনা করে আশা করি আপনাদের আবেদন গ্রহণ করবে। তিনি আরো বলেন, সকলে মিলে-মিশে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যাবেন এই প্রত্যাশা করি।