বান্দরবানে হানিফ বাস কাউন্টারসহ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

85

বান্দরবানে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার দুপরে জেলা শহরের বাস স্টেশন ও সদর উপজেলা রেইছা এলাকায় এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী প্রকৌশলী মনোয়ারা বেগম উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন। অভিযানে জেলা শহরের বাসস্টেশন এলাকায় হানিফ বাস কাউন্টার এবং কয়েকটি বিল বোর্ড ভেঙ্গে দেওয়া হয়। এর আগে সদর উপজেলার রেইছা এলাকাতেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সড়ক বিভাগের জায়গাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। সারা দেশে অবৈধ স্থাপনা অভিযানের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। হানিফ কাউন্টারের কর্তৃপক্ষ জানান, আমাদেরকে কোন আগাম নোটিশ দেওয়া হয়নি। আমরা যার কাছ থেকে ভাড়া নিয়েছি তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তারা আমাদেরকে জানায়নি।