বান্দরবানে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উদ্যোগে যক্ষা ও ম্যালেরিয়া বিষয় সেমিনার

52

বান্দরবানে স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায়, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত (প্যাকেজ নাম্বার এল এন্ড এইচ.ই.পি এস-(০৩/২০১৮-১৯)আওতায় ইউথি নেট সার্চ নামক বেসরকারী কনসাল্টিং ফার্ম এর সহযোগিতায় গত ১৫ জুন থেকে জেলা ৭টি উপজেলা, বান্দরবান সদর হাসপাতালে যক্ষা ও ম্যালেরিয়া ওয়াকৃশপ এবং ৩০টি রোড সাইট সাইনবোর্ড সুচরুরূপে সস্পর্ন করা হয়েছে। বান্দরবান সদর হাসপাতালে অনুষ্ঠিত সেমিনারে সিভিল সার্জন ডা. অংশৈ প্রæ মারমার সভাপতিত্বে য²া ও ম্যালেরিয়া বিষয়ক সচেতনতা মূলক বক্তৃতা রাখেন সদর হাসপাতালের আরএমও, ডা. প্রতুষ পল ত্রিপুরা। এছাড়া বান্দরবান ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর প্রতিটি সেমিনারে ম্যালেরিয়া ও য²া বিষয়ক ওয়ার্কশপের সভাপতিত্ব করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তারা। এদিকে সেমিনার গুলোতে বক্তারা য²া ও ম্যালেরিয়া বিষয়ক সচেতনতা মূলক বক্তব্যে বলেন, পার্বত্য জেলায় ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে প্রতি বছর কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়। এ দেশ থেকে ম্যালেরিয়া রোগ সম্পূর্ণরুপে নির্মূল করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। সরকারের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য বেসরকারি সংস্থার সমন্বিত কর্মসূচি ও কার্যকর উদ্যোগের কারণেই ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে সাফল্য এসেছে। বক্তরা আরো বলেন, ম্যালেরিয়া প্লাজমোডিয়াম প্রজাতির এক প্রকার পরজীবী দ্বারা সংঘটিত সংক্রামক রোগ যা সাধারণত জ্বরের মাধ্যমে প্রকাশ পায়।