বান্দরবানে স্কুলে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

49

বান্দরবানে ২য় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রাথমিক বিদ্যালয়ের এক কর্মচারীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লা মং এই রায় দেন।
কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম অংথুই প্রু। তিনি বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম নৈশপ্রহরী ছিলেন।
২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বান্দরবান জেলা শহরের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে ঐ বিদ্যালয়ের দপ্তরী অংথুই চিং। পরে ওই ছাত্রী বিষয়টি অভিভাবকদের কাছে জানালে তার পিতা বাদি হয়ে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি তার এক মাস আগে আরো একবার ধর্ষণ করে বলে জানায় ওই ছাত্রী। এ ঘটনার প্রায় আড়াই বছর পর গতকাল সোমবার মামলা রায় ঘোষণা করেন আদালত।