বান্দরবানে সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর প্রশাসন

43

করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বান্দরবানে সেনাবাহিনী-প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জেলা শহরে ভিড় এড়াতে সেনাবাহিনী মাইকিং করে জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আহবান জানান। গতকাল সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে সোনালী ব্যাংক থেকে টাকা লেনদেনে মানুষ জড়ো হলে লাইনে দাঁড়িয়ে দূরত্ব বজায় রাখার জন্য বার বার মাইকিং করেন সেনাসদস্যরা। এছাড়াও বান্দরবান-কেরানীহাট সড়ক ও জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। বান্দরবানের পাশে সাতকানিয়ার বাজালিয়া এলাকায় করোনা সনাক্ত হওয়ায় আশপাশের লোকজনকে বান্দরবানে প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে বান্দরবান-কেরানীহাট প্রধান সড়ক একেবারে ফাঁকা। বান্দরবানের প্রবেশ পথে চেক পোস্টগুলোতে সতর্কতামূলক অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।
এদিকে করোনা সংক্রমণ মোকাবেলায় জেলার সাতটি উপজেলার দুর্গম এলাকায় সেনাবাহিনীর মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল সোমবার সকালে রুমা উপজেলার দুর্গম রেমাক্রি প্রাংসা ইউনিয়নের জন্য ২শ ৭ পরিবারের জন্য খাদ্যসামগ্রী রুমা সেনা জোনের কাছে হস্তান্তর করা হয়। এসময় পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মংসহ ২৭ বেঙ্গল রুমা জোনের সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর বলেন, আমরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার নিদের্শনায় জেলার প্রত্যন্ত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করছি। পাশপাশি পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আমাদের এই ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। করোনা সংকট মোকাবেলায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা আর সচেতনতার মাধ্যমে আমরা অবশ্যই এই মহামারি করোনার হাত থেকে রেহাই পাবো।