বান্দরবানে সংবাদ সম্মেলন সন্তু লারমা প্রতিমন্ত্রীর মর্যাদায় ২২বছর সরকারি সুবিধা নিচ্ছেন

27

পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বান্দরবানে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ঢাকায় সন্তু লারমার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানান। এসময় তিনি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- সন্তু লারমা তার বক্তব্যে শান্তি চুক্তির বিষয়ে যে কয়েকটি কথা বলেছেন তা অত্যন্ত বেদনাদায়ক। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ইঙ্গিত করে সন্তু লারমার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন, সন্তু লারমা প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে ২২বছর পার করছেন। সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন।
এরপরও বীর বাহাদুরকে নিয়ে আক্রোশের উপর এমন বক্তব্য বেমানান। তাই আমি ব্যক্তি হিসেবে এর প্রতিবাদ জানাই এবং সন্তু লারমাকে তার বক্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাই। সোমবার রাজধানীর ধানমন্ডিতে সন্তু লারমা এক অনুষ্ঠানে চুক্তি বাস্তবায়ন না হওয়ায় বীর বাহাদুররের প্রতি ইঙ্গিত করে বক্তব্য রাখেন। সেই বক্তব্যে বীর বাহাদুর চুক্তি থেকে নানা সুবিধা আদায় করছেন, আর চুক্তি বাস্তবায়িত হলে সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না বলে দাবী করেন এক সময়ের পাহাড়ের এই গেরিলা নেতা।