বান্দরবানে শেল বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত আহত ১০

26

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত শেল (বোমা) বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতরা হলেন, জাহিদুল ইসলাম ও রিপন চাকমা।
নিহত জাহিদের গ্রামের বাড়ি লামা উপজেলার ফাঁসিয়াখালী ও রিপন চাকমার গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলায়।
সূত্র জানায়, আজ শনিবার বিকালে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এজন্যে তারা ঐ এলাকার ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় ওই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত কয়েক জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, সৈনিক আসাদ, রাজু, হাসান, তারেকুল, মোস্তাফিজ ও আরিফ। বোমা বিস্ফোরনে হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য।
সংশ্লিষ্ট ব্যাটালিয়ানের জোন কমান্ডার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, আহতদের প্রথমে সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাবশত পরিত্যক্ত শেল (বোমা) বিস্ফোরণে সেনা সদস্য নিহত ও আহত হয়েছে।