বান্দরবানে শিক্ষাবৃৃত্তি চিকিৎসা সহায়তা প্রদান

46

বান্দরবানে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি উদ্যোগে গরীব অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রী মাঝে শিক্ষাবৃত্তি, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান ও সমিতির অন্যান্য সদস্যদের এককালিন অনুদান বিতরণ করা হয়েছে। গত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বান্দরবান জেলা শাখার চেয়ারম্যান মো. আবুল কালামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির ভাইস-চেয়ারম্যান মো. কায়েছ, ভাইস-চেয়ারম্যান শরিয়ত উল্লাহ, সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তী প্রমুখ। এদিকে সমিতির চেয়ারম্যান বলেন, অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বান্দরবান জেলা শাখার উদ্দ্যোগে এলাকার গরীব অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি, অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্য যারা অসুস্থ তাদেরকে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান ও সমিতির অন্যান্য সদস্যদের এককালিন অনুদানের নগদ টাকা বিতরণ করা হয়, আমাদের সমিতি আগামীতে আরো ভাল ভাল কাজ করার পরিকল্পনা রয়েছে, আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করি, ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।