বান্দরবানে রেড ক্রিসেন্ট অফিসের নব নির্মিত ভবনের উদ্বোধন

28

বান্দরবান জেলা সদরের মেঘলায় রেড ক্রিসেন্ট ইউনিট অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সেক্রেটারি একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে নবনির্মিত ভবনের উদ্বোধন কালে পার্বত্য মন্ত্রী বলেন,রেড ক্রিসেন্টের সদস্যরা দেশের যেকোন দুর্যোগে জনগণের পাশে থাকে এবং জনগণকে দুর্যোগ মোকাবেলায় সাহায্য করে। রেড ক্রিসেন্টের এটা উন্নয়ন ও বিপর্যয়ের প্রতিক্রিয়া অংশীদার হিসেবে মানবতাবাদের মান উন্নত করার জন্য কাজ করে। এটা ঝুঁকিপ্রবণ জনগণের স্বার্থে কাজ করতে সিদ্ধান্ত গ্রহণকারীদের প্ররোচিত করে, সুস্থ এবং নিরাপদ সম্প্রদায়ের সক্রিয় করা, দুর্বলতা কমাতে স্থিতিস্থাপকতা জোরদার এবং বিশ্বের শান্তির সংস্কৃতি লালন -পালন করাতে কাজ করে। মন্ত্রী আরোও বলেন, পৃথিবীর দেশে দেশে যুদ্ধ, দাঙ্গা, প্রাকৃতিক বিপর্যয়ে ক্লান্তিহীনভাবে কাজ করে চলে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। রেড কমিটির সদস্য ও কর্মচারীদের নিষ্ঠা,অধ্যবসায় ও স্বার্থত্যাগ বহু মানুষকে জীবন দিয়েছে নতুন করে বাঁচতে শিখিয়েছে। ৪০ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত ভবনটি বাস্তবায়ন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।