বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু সম্মেলন উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

55

বান্দরবান পার্বত্য জেলায় ২দিনব্যাপী পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন ২০১৯ শুরু হয়েছে। গত শুক্রবার বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুল ইমরান, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বান্দরবান জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার।
এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা, মঙ্গলাচরণ, বৌদ্ধ ধর্মীয় বিষয়ে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বক্তব্য রাখেন এবং গৌতম বুদ্ধের অহিংসবাণী অনুস্মরণ করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না রেখে সকলের সুখ শান্তি কামনায় ঐক্যগড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার প্রায় ৪ শতাধিক বৌদ্ধ ভিক্ষু, হেডম্যান, কারবারী ও বৌদ্ধ নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। আগামীকাল শনিবার এটি শেষ হবে বলে জানান আয়োজক কমিটি।