বান্দরবানে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভা

64

বান্দরবানে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শাহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার অংশৈ প্রæ মারমাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটির আলোচনা সভায় বক্তরা বলেন, তামাক প্রত্যেক দেশ জাতি গোষ্ঠীর জন্য ক্ষতিকারক একটি বস্তু। আর তামাকের কারণে ধ্বংস হয় একটি পরিবার, যার কারণে আস্তে আস্তে খারাপের দিকে ধাবিত হয় নতুন প্রজন্মের সকল তরুণরা। নতুন প্রজন্মের সকলকে যদি আমরা এ তামাক থেকে মুক্ত রাখতে পারি তাহলে তারা একদিন দেশের উন্নয়নের চাবিকাঠি হিসেবে হাল ধরবে। কিন্তু প্রতিনিয়ত নানা রকম মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা। এর জন্য প্রত্যেক অভিভাবক এবং ছেলে-মেয়েদেরকে আরোও সচেতন হওয়ার আহবান জানান বক্তরা। বক্তার আরো বলেন, বান্দরবানের অধিকাংশ ফসলি জমিতে বর্তমানে এ ক্ষতিকারক পরিবেশ দূষণকারী তামাক চাষ হচ্ছে। যার জন্য আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে ফসলি সব উর্বর জমি। তামাক কোম্পানিগুলো অগ্রিম টাকা দিয়ে তাদেরকে এই চাষে আগ্রহী করে তুলছে। আর এ তামাক পূরণের জন্য আশেপাশের প্রত্যেকটি এলাকার মানুষজন শ্বাসকষ্ট থেকে শুরু করে বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হন।তাই পরিবেশ ও সমাজকে বাঁচাতে হলে আমাদের সকলকে সচেতন মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।