বান্দরবানে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা

34

মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থের অধিকার নিশ্চিত করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে গত শনিবার সকালে বান্দরবান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাকক্ষে সামাজিক দুরত্ব নিশ্চিত করে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. অং চালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন। অন্যান্যদের মধ্যে বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, বান্দরবান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ কামরুল মনির রিবনসহ স্বাস্থ্য বিভাগের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত ১০ ক্যাটাগরির ১০জন শ্রেষ্ঠ কর্মীদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।