বান্দরবানে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা আটক

24

বান্দরবানে পুলিশের হাতে আটক হয়েছেন দুই রোহিঙ্গা। উখিয়ার ক্যাম্প থেকে মিথ্যা পরিচয় দিয়ে বান্দরবানে পাসপোর্ট করাতে এসে গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশের হাতে আটক হন তারা। আটককৃতরা হলেন জোসনা আক্তার (১৬) ও শহীদ আলম (৩২)। শহীদ আলম পিতা না হয়েও মিথ্যাভাবে জোসনা আক্তারের পিতা পরিচয় দেন। তারা বান্দরবানের ইসলামপুর শহরের ঠিকানা প্রদান করে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করার জন্য সকল কার্যক্রম সম্পাদন করেন। পরে তাদের নাম কথাবার্তায় সন্দেহ দেখা দিলে সকল কাগজপত্র চেক করা হলে তাতে সব অবৈধ প্রমাণ হয়।
এই বিষয়ে পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, রোহিঙ্গারা এভাবে নানা কৌশলে বিদেশে পাড়ি জমানোর জন্য মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট করিয়ে যাচ্ছে। এর আগেও কয়েকজনকে আমরা এভাবে আটক করেছি। আটককৃত রোহিঙ্গারা কক্সবাজারের কুতুপালং থেকে বান্দরবানে এসে মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট করে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করেছিল। তাদের কথা বার্তা ও গতিবিধির উপর ভিত্তি করে সন্দেহজনক মনে করে সকল তথ্য চেক করা হলে, পুলিশ-নির্বাচন কমিশন এবং অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন।