বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

63

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নিপীড়িত ও বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষায় বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের আত্মপ্রকাশ হয়েছে। গত বৃহস্পতিবার নারী-পুরুষ নিয়ে বান্দরবানে সাংবাদিক সম্মেলনের পর জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সামনে মানববন্ধনের মাধ্যমের আত্মপ্রকাশ ঘটে।
বঙ্গবনন্ধু মুক্তি মঞ্চের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য কাজী মুজিবুর রহমান, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) তারু মিয়া, আলীকদম উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, মো. নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ। এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ শান্তি স¤প্রীতির উন্নয়নে ভবিষ্যৎ। আজ পাহাড়ের মানুষ বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছেন। শিক্ষা, চাকুরীসহ সকল ক্ষেদ্রে বৈষম্যর শিকার হচ্ছেন।
তারা বলেন, এ সংগঠনটি পাহাড়ী বাঙালির মধ্যে বৈষম্য দুর করে সকলের মঙ্গলের জন্য কাজ করবে।
তারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স বাতিল করতে হবে, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে এনজিও সংস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সকল স¤প্রদায়ী সমতা নিশ্চিত করতে হবে, পার্বত্য ভূমি কমিশন বাতিল কর করতে হবে,পার্বত্য জেলা পরিষদে নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে ও পাহাড়ের অস্ত্রের ঝনঝনানি থেকে মুক্তি দিতে হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত সংগঠনগুলোর মধ্যে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য অধিকার ফোরামসহ অন্যন্য সংগঠনের কার্যক্রম বিলুপ্ত করার মাধ্যমে পাহাড়ী-বাঙালি মানুষের সাথে এক ও অভিন্ন লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সংগঠনের ঘোষণা করা হয়।