বান্দরবানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

59

বান্দরবানে এডিস মশা ও ডেঙ্গু রোগ প্রতিরোধে বিডি ক্লিন জনসচেতনা মূলক পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার জেলা শহরের প্রধান সড়ক থেকে শুরু করে পুরো শহর জুড়ে পরিস্কার পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়।পরিচ্ছন্ন বান্দরবান এর স্বপ্ন নিয়ে বিডি ক্লিনের নেতা আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে সকল সদস্য পরিচ্ছনতা কাজে অংশগ্রহন করেন। বান্দরবানকে ডেঙ্গু মুক্ত রাখতে সংগঠনের পক্ষে থেকে জেলা শহরের প্রধান সড়ক ও বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করাসহ ওষুধ স্প্রে করা হয়েছে। এছাড়াও পরিস্কার পরিচ্ছন্ন করার পাশা-পাশি ডেঙ্গু রোগ থেকে সকলকে সুস্থ ও সচেতন থাকতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এদিকে বিডি ক্লিনের জেলা সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক বলেন, এ সংগঠনটি একটি স্বেচ্ছাসেবক সংগঠন, বান্দরবান পর্যটন শহরকে পরিচ্ছনতা রাখার ও পরিবেশ তৈরী এবং জনগনকে সচেতন করার জন্য সংগঠনের সমস্যরা নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।তিনি বলেন,জেলা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজের বাড়ির আঙ্গিনাসহ আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান।