বান্দরবানে ডেঙ্গুরোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

39

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিক-পুলিশ যৌথ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গত শনিবার জেলা পুলিশ ও জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশ সদস্যরা বান্দরবানের শহীদ মিনার প্রাঙ্গন হতে শুরু করে প্রধান সড়কের দুই পাশের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। অভিযানে সকলে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পথচারীদের ডেঙ্গু রোগ থেকে মুক্ত থাকতে সচেতনতামুলক দিক নির্দেশনা ও প্রদান করেন। এসময় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতার প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চু, দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী,ডিএসবির ওসি বাঁচা মিয়া, ট্রাফিক ইনস্পেক্টর সালাহ্ উদ্দিন মামুনসহ পুলিশের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে অভিযানে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, ডেঙ্গু রোগ মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে এবং নিজ বাড়ী ও অফিস আদালত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুস্থ জীবন ধারণ করতে হবে। তিনি বলেন,আমরা যৌথ ভাবে ডেঙ্গু প্রতিরোধে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি আগামীতে এ পরিছন্নতা অভিযান অব্যাহত থাকবে,সকলে যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিছন্নতা থাকলে ডেঙ্গু মোকাবেলা করা আমাদের পক্ষে কঠিন হবে না।